October 3, 2023

এডিডিএ-তে আগুন কেন লাগল? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিরোধীরা!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৩: সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ভিতরে বহু নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কেন আগুন লাগল, তা নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিরোধীরা! যদিও তৃণমূলের তরফে অভিযোগ উড়িয়ে বলা হচ্ছে, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। তাই এডিডিএ’র আগুন নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না।

দেখুন ভিডিও

আরও পড়ুন- আগুন নিভল না ৫ ঘন্টা পরেও

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, ‘‘রাজ্যটা অনাথ হয়ে গিয়েছে। কেউ দেখার নেই। এত গুরুত্বপূর্ণ অফিসে আগুন লাগার অনেক পরে দমকলকে খবর দেওয়া হয়। কেন? দুর্নীতির ফাইল নষ্ট করার ষড়যন্ত্র নেই তো?’’ সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘বাম আমলে লাগানো অগ্নি নির্বাপক ব্যবস্থা তুলে দিয়ে শুধু টাইলস লাগিয়ে আর রং করে ঝকঝকে করা হয়েছে। উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন লাগানো হয়নি?’’

কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ‘‘কিছুদিন ধরেই খবর আসছিল, কিছু গুরুত্বপূর্ণ ফাইলের হদিস মিলছে না। সেখানে বিশ্বকর্মা পুজোর রাতে এভাবে আগুন লাগার ঘটনা সন্দেহজনক তো বটেই। ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া দরকার। এত গুরুত্বপূর্ণ ভবনে কেন সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকবে না?’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!