আসানসোল ডিভিশনের থাপরনগর স্টেশনে প্যান্টোগ্রাফ ছিঁড়ল কালকা মেলের

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৫ আগস্ট ২০২৩: আসানসোল ডিভিশনের (Asansol Division) থাপর নগর স্টেশনে প্যান্টোগ্রাফ (pantograph) ছিঁড়ল ডাউন কালকা মেলের (Kalka Mail)। শনিবার সকালে সাড়ে ৬ টা নাগাদ ট্রেনটি থাপর নগর স্টেশন ছাড়তেই বিপত্তি ঘটে। দ্রুত রেলের কর্মী আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করে দেন।
শেষ পর্যন্ত ৮টা নাগাদ ট্রেনটি ছেড়ে যায়। এই বিপত্তির জেরে ডাউন মুম্বই মেল কালুবাথানে সকাল ৬টা ৩২ থেকে দাঁড় করিয়ে রাখা হয়। ১১টা ৯ নাগাদ ছেড়ে যায় ট্রেনটি। এছাড়া ডাউন শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ছোটা আমবোনায় সকাল ৯টা ৫৭ থেকে ১১টা ৯ পর্যন্ত দাঁড়িয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।