তাই এই তিন জনের যে কেউ স্যাম কুরানের রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ ডিসেম্বর ২০২৩: এবারের আইপিএলের (IPL 2024) নিলামের (IPL Auction 2024) আসর ১৯ ডিসেম্বর বসবে দুবাইয়ে।এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার ইংল্যান্ড তারকা স্যাম কুরান। গতবার পঞ্জাব ১৮.৫০ কোটি দিয়ে কিনেছিল তাঁকে। তবে এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তিনজন ক্রিকেটারের দিকে নজর রয়েছে সব দলের। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। বিশ্বকাপে ৫৬৫ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। করেছেন ৩টি শতরান। সঙ্গে নিয়েছেন ৭ উইকেট।
বিশ্বকাপের ফাইনালে কার্যত একার হাতে ভারতকে হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। টি-২০তে দেশের হয়ে ৫৫৪ রান করেছেন ২৩ ম্যাচে। স্ট্রাইক রেট প্রায় ১৪৭। টি-২০ কেরিয়ারে ১০৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭৯৪ রান। প্রয়োজনে অফস্পিন বোলিংও করতে পারেন হেড।
এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল দুর্দান্ত পারফরম্যান্স করেন। নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি পরিচিত। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে তাঁর। তাই তাঁর দিকেও নজর রয়েছে একাধিক ফ্রাঞ্চাইজির। তাই এই তিন জনের যে কেউ স্যাম কুরানের রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।