দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ নভেম্বর ২০২৩: ‘‘একুশে তৃণমূলের দাগিদের নিয়ে আমাদের হাত পুড়েছে। আমরা ঠেকে শিখেছি।’’ সাংবাদিক বৈঠকে বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরে তৈরি হয়েছে দলের অন্দরে বিতর্ক। আদি ও নব্য দ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। এই প্রেক্ষিতে রাজ্য সভাপতির এই মন্তব্য শুভেন্দু অধিকারী শিবিরের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ।
দলের একাংশের দাবি, অন্যদল থেকে আসা দলবদলু নেতারা বঙ্গ বিজেপির ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদি বিজেপি কর্মীরা তা মেনে নিতে পারছেন না। কোন্দল ক্রমশ বাড়ছে। একুশের ভোটের আগে যেভাবে যোগদান মেলা করে দলে দলে অন্য দল থেকে আসাদের দলে নেওয়া হয়েছিল, তাতে আখেরে যে দলের ক্ষতি হয়েছে তা বিধানসভার ফলাফলেই পরিস্কার হয়ে যায়। দলের রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠকে সেকথা স্বীকার করে নিলেন বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।