দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জানুয়ারি ২০২৩: দিল্লিতে রাজপথে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্রথম কুচকাওয়াজ দিল্লির রাজপথে হয়নি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছিল আরউইন স্টেডিয়ামে।
সেই স্টেডিয়াম এখন ন্যাশনাল স্টেডিয়াম হিসাবে পরিচিত। ১৯৫৪ সাল পর্যন্ত অর্থাৎ চার বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় আরউইন স্টেডিয়ামে। ১৯৫৫ সাল থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের স্থায়ী ঠিকানা হয়ে ওঠে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RepublicDay2024