রাখে হরি মারে কে! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, চাঙরের তলা থেকে উদ্ধার বৃদ্ধা

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১৯ জুলাই ২০২৩: কথায় বলে রাখে হরি মারে কে! ঘরের ভিতরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। কোনও রকমে বেঁচে গেলেন বৃদ্ধা। নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার ২নম্বর ওয়ার্ডের আগমেশ্বরী পাড়া তামালতলা রোড এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা শিব শংকর দাসের প্রায় ৮৫ বছরের বৃদ্ধা মা সাবিত্রী দাস ঘরে ছিলেন। সেই সময় হঠাৎ ঘরের ছাদ তাঁর উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছাদের চাঙরের তলায় চাপা পড়ে যান তিনি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় বৃদ্ধাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।