নিখোঁজ বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

দুর্গাপুর দর্পণ, নদীয়া, ১ জুন ২০২৩: নিখোঁজ বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার চাষের জমিতে। বৃদ্ধের নাম ফকির মন্ডল, বয়স ৮৮ বছর। বৃদ্ধ দিন মজুরের কাজ করতেন। গতকাল নিখোঁজ ডায়েরি করে পরিবার।
আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর ব্লকের সাহেব ডাঙ্গার জমিতে কাজ করতে গিয়ে পচা দুর্গন্ধ পায়। খোঁজ করতে গিয়েই দেহ উদ্ধার হয়। মৃত্যু কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে আসে পুলিশ।মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।