You are currently viewing সুইডেনে মৃত দুর্গাপুরের তরুণী গবেষকের পরিবারের পাশে রাজ্য সরকার

সুইডেনে মৃত দুর্গাপুরের তরুণী গবেষকের পরিবারের পাশে রাজ্য সরকার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ অক্টোবর ২০২৩: সুইডেনে মৃত পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের তরুণী গবেষকের পরিবারের পাশে আছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা সবাই পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।’’

দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা তরুণী গবেষক রোশনি দাসের (৩২) সুইডেনে ৩০ সেপ্টেম্বর অস্বাভাবিক মৃত্যু হয়। ২৯ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে তাঁর শেষবারের মতো কথা হয়। তারপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না। শেষ পর্যন্ত ১৩ অক্টোবর জানা যায়, সুইডেনে রোশনির অ্যাপার্টমেন্টের ভিতর থেকে রোশনির দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সুইডেনের এক নাগরিককে। কিন্তু মৃত্যুর পিছনে কী রহস্য, তা পরিবারের এখনও অজানা।রোশনিকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, সুইডেনে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে দেহ পরিবারের হাতে তুলে দিতে তৎপর রাজ্য সরকার। ওই পরিবারের পাশে সব রকম ভাবে তাঁরা আছেন। কী কারণে মৃত্যু তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হবে সুইডেন দূতাবাসের কাছে।

সন্ধ্যায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় রোশনির বাড়িতে যান। তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply