খেলাধূলায় ভালো হলেই সিভিক ভলান্টিয়ারের চাকরি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ জুলাই ২০২৩: খেলাধূলায় ভালো হলেই সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) চাকরি দিচ্ছে রাজ্য। নবীন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দিতে খেলাধূলায় কৃতীদের সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
জানা গিয়েছে, সম্প্রতি সিভিক ভলান্টিয়ার হিসাবে নিযুক্ত করা হয়েছে ৫৮ জন তরুণ ক্রীড়াবিদকে। এই নিয়ে এখন পর্যন্ত সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত হয়েছেন মোট ৪,৩২৪ জন কৃতী ক্রীড়াবিদ। ক্রীড়া উৎসবে সব জয়ী এবং রানার্স-আপদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।