দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জুলাই ২০২৪: উঠে গেল আলু ব্যবসায়ীদের ধর্মঘট। হাঁফ ছেড়ে বাঁচল আমজনতা। বৃহস্পতিবার থেকেই রাজ্যে আলুর জোগান স্বাভাবিক হয়েযাবে বলে মনে করা হচ্ছে। তিন দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ীরা। বুধবার হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এরপরেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সমিতি।
ভিন রাজ্যে আলু রফতানি আটকাতে রাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। ফলে আড়তগুলিতে আলুর জোগান কমে যায়। বাজারে আলুর আকাল শুরু হওয়ায় দাম বাড়তে থাকে। বুধবার রাজ্যের বিভিন্ন বাজারে আলু বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা কেজি দরে। আলু ব্যবসায়ী সমিতির তরফে সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হল। আমরা সরকারের পাশে আছি। তবে রাজ্য থেকে যে আলু বাইরে যায়, সেই রফতানির বিষয়টিও যেন সরকার খেয়াল রাখে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।’’