দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১২ সেপ্টেম্বর ২০২৩: চার দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার শিক্ষকের দেহ। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা শহরের কাঁসারিপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, চড়া সুদে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরৎপুর পারুলডাঙা উচ্চবিদ্যালয়ের শিক্ষক দয়াল মালিক (৪২)। পরিবারের অভিযোগ, ফোনে বার বার হুমকি দিচ্ছিল সুদের কারবারীরা। তাই খুন না আত্মহত্যা তা নিয়ে শুরু হয়েছে ধন্ধ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের জন্য ভোরে দুধ আনতে বেরিয়েছিলেন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। কালনা থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। গতকাল কালনা বাসস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, তাঁর মৃত্যুর পরেও ফোনে সুদের কারবারীরা বারবার হুমকি দিচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।