মানসিক ভারসাম্য়হীন ব্যক্তিকে উত্যক্ত করায় চরম পরিণতি!

দুর্গাপুর দর্পণ, হাওড়া, ৩ আগস্ট ২০২৩: মানসিক ভারসাম্য়হীন ব্যক্তিকে উত্যক্ত করতো কিশোর। রাগে কিশোরকে বটি দিয়ে কোপালেন মানসিক ভারসাম্য়হীন ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় আহত যুবকে অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্য়াটরা থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ব্যাটরা থানার অন্তর্গত ডি জি লেনের নোনাপাড়া বসতি এলাকার বাসিন্দা রাজেশ্বর নাথ (৪০)। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁরই প্রতিবেশী কিশোর আদিত্য় জয়সওয়াল (১৬)। আদিত্য মাঝেমধ্যেই রাজেশ্বরকে উত্যক্ত করত। এই নিয়ে একাধিকবার বচসাও হয়েছে। অভিযোগ, আজ সকালে রাজেশ্বরকে গালিগালাজ করে হয়েছিল। এই নিয়ে ফের বচসা বাঁধে। তখনই বটি দিয়ে আদিত্যর গলায় কোপ বসায় রাজেশ্বর। তড়িঘড়ি কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।