You are currently viewing দোকানে চুরি করতে ঢুকে গভীর ঘুমে আচ্ছন্ন চোর! তারপর…
Police at work. Free public domain CC0 photo.

দোকানে চুরি করতে ঢুকে গভীর ঘুমে আচ্ছন্ন চোর! তারপর…

তাদের মধ্যে একজনের আয়েশ করে একটু গা এলিয়ে নিতে ইচ্ছে করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে।

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ নভেম্বর ২০২৩: রাতে একদল চোর ঢুকেছিল দোকানে। লুঠপাট করে সর্বস্ব নিয়ে চম্পট দেয় তারা। ভোরে দোকানের ভিতরে ঢুকে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। একজন তো ঘরের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে রয়েছে! আশপাশের লোকজন খবর পেয়ে ছুটে আসে। উত্তম মধ্যম দিয়ে তার ঘুম ভাঙিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

রবিবার এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার ভোজপুরানীগছ এলাকায়। রাতে সন্তোষ সরকার নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে ঢোকে একদল দুষ্কৃতী। লুঠপাট চালায় তারা। তাদের মধ্যে একজনের আয়েশ করে একটু গা এলিয়ে নিতে ইচ্ছে করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। তার খোঁজ না করেই বাকিরা চম্পট দেয়।

ভোরে সবাই দোকানের ভিতরে ঢুকে দেখেন, সে তখনও ঘুমোচ্ছে। হাতের কাছে পেয়ে বেদম প্রহার শুরু করে দেন কয়েকজন। খাবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে জেরা করে দলের বাকিদের খোঁজ করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply