অবাক কান্ড! লকার ভাঙতে ব্যর্থ হয়ে ব্যাঙ্কের প্রশংসা করে চিঠি দিল চোর!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ সেপ্টেম্বর ২০২৩: লকার ভাঙতে ব্যর্থ হয়ে ব্যাঙ্কের প্রশংসা করে চিঠি দিল চোর! মুখোশ পরে চোর ঢুকেছিল ব্যাঙ্ক লুঠ করতে। কিন্তু কিছুতেই লকার ভাঙতে পারেনি সে। ব্যর্থ হয়ে ব্যাঙ্কের এমন কঠিন নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে চিঠি লিখে রেখে গেল সে। অবাক পুলিশ। অবাক ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তেলেঙ্গানার (Telangana) একটি গ্রামীণ ব্যাঙ্কের ঘটনা।
জানা গিয়েছে, গত ৩১ আগস্ট রাতে ব্যাঙ্কে চোর ঢুকেছিল। কিন্তু কিছুতেই লকারের তালা ভাঙতে পারেনি। এরপরেই সে একটি চিঠি লেখে। সে লেখে, “ভাল ব্যাঙ্ক। এক টাকাও হাতাতে পারিনি। আমার আঙুলের ছাপ পাওয়া যাবে না। তাই আমাকে খোঁজার চেষ্টারও দরকার নেই।” পরদিন সকালে ব্যাঙ্ক খুলে কর্মীরা এই চিঠিটি পান।
খবর পেয়ে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, চোর লকার খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায়। মুখোশ থাকায় তার মুখ ক্যামেরায় ধরা পড়েনি। হাতে গ্লাভস পরে থাকায় আঙুলের ছাপও পাওয়া যাচ্ছে না চোরের! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।