পরকীয়া করতে গিয়ে হাতেনাতে পড়লেন তৃণমূল নেতা

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ২ জুন ২০২৩: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হলেন তৃণমূল নেতা। গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখল। নেতার সঙ্গে সম্পর্ক থাকা মহিলাকেও বেঁধে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে। বীরভূমের ইলামবাজারের নানাশোল গ্রাম পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতা গ্রামের বুথ সভাপতি ডালিম শেখ। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দুর্গাপুর দর্পণ।
জানা গিয়েছে, ইলামবাজারের ভগবতীবাজার এলাকায় এক মহিলার সঙ্গে ওই নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। মহিলার সঙ্গে তৃণমূল নেতা দেখা করতে গিয়েছিলেন। সেই সময় গ্রামবাসীরা নেতাকে ধরে ফেলে মারধর করে। তারপর বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। ইলামবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। ইলামবাজারে তৃণমূল নেতা শেখ দুলাল বলেছেন, এ ধরনের লোককে তৃণমূল প্রশ্রয় দেয় না।