আস্ত ট্রলি ভ্যান নিয়ে উধাও চোর, ধরা পড়ে গেল সিসি ক্যামেরায়

দুর্গাপুর দর্পণ, শান্তিপুর, ৩ জুলাই ২০২৩: দিনে দুপুরে দুঃসাহসিক চুরি নদিয়ার (Nadia) শান্তিপুর পুরসভা এলাকার ভবানীপাড়া এলাকায়। সিসি ক্যামেরায় ধরা পরে যায় চুরি। আস্ত ট্রলি ভ্যান চুরির দায়ে ধরা পড়ে দুই চোর। চাপরা থেকে এক ব্যক্তি তাঁর ট্রলি ভ্যান নিয়ে শান্তিপুরে ভবানী পাড়া এলাকায় হকারি করতে এসেছিলেন। এক গৃহস্থের বাড়ির সামনে ট্রলি ভ্যানটি রেখে একটি বাড়ির ভিতরে ঢুকেছিলেন তিনি। বেরিয়ে দেখেন, ভ্যান উধাও।
ওই গৃহস্থের বাড়িতে লাগানো ছিল একটি সিসি ক্যামেরা। চুরির ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই খুচখাচ চুরির ঘটনা ঘটছিল। পাড়ার ক্লাবের ছেলেরা তাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন তথ্য আদান প্রদানের জন্য। সেই গ্রুপে এই খবর পেতেই ক্লাবের ছেলেরা চোরের খোঁজে তল্লাশি শুরু করে দেয়। শান্তিপুর খালের ধার থেকে দুই যুবক ধরা পড়ে। যদিও ততক্ষণে ট্রলি ভ্যানটি তারা বিক্রি করে দিয়েছে। পুলিশ গিয়ে দুই যুবককে থানায় নিয়ে যায়।