জঙ্গল থেকে এ কী অবস্থায় উদ্ধার হল যুবক?

দুর্গাপুর দর্পণ,বীরভূম, ৩ আগস্ট ২০২৩: দুবরাজপুরের জঙ্গল থেকে যুবকের উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। তদন্ত শুরু করেছে পুলিশ। হাতে আছে ছ্যাঁকার দাগ। চাঞ্চল্য এলাকায়।
পছিয়াড়ার জঙ্গলে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম শেখ সাফিরুল। দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, শেখ সাফিরুলকে খুন করা হয়েছে। কারণ, দুই হাতে আছে ছ্যাঁকার দাগ। তাঁর দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে রয়েছে রক্তের দাগ।