দেড় মাস ধরে থানা কিছুই করেনি বলে অভিযোগ
দুর্গাপুর দর্পণ, ২১ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে অষ্টম শ্রেণীর এক ছাত্রী দেড় মাস ধরে নিখোঁজ। এক যুবকের বিরুদ্ধে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায়। গত ৮ এপ্রিল থেকে নিখোঁজ ওই কিশোরী। পুলিশ এখনও তার খোঁজ পায়নি।
কিশোরীর বাবার অভিযোগ, অনিকেত প্রসাদ নামে এক যুবক তাঁর মেয়েকে নিয়ে পালিয়েছে। তারপর থেকে মেয়ের কোনও খোঁজ মিলছে না। নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও কোনও কাজ না হওয়ায় সোমবার মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। দ্রুত মেয়েকে খুঁজে না দিলে থানায় অনশনে বসার হুঁশিয়ারিও দেন তিনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।