দুর্গাপুর: পুলিশের টহল থাকা সত্বেও রবিবার রাতে দুর্গাপুরের কোকওভেন থানার মায়াবাজার এলাকায় দুটি মুদিখানার দোকানে চুরির ঘটনা ঘটে। একটি দোকানের মালিক অভিজিৎ সাউ জানান, সকালে দোকান খুলে দেখেন ক্যাশবাক্স থেকে সব টাকা উধাও। তবে অন্য কোনও সামগ্রী চুরি হয়নি। ছাদের সিলিং কেটে চোর ভিতরে ঢোকে। সিসি ক্যামেরা বন্ধ করার জন্য চোরেরা মেন সুইচ বন্ধ করে দেয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সুমিত কুমার বার্নওয়ালের দোকানেও চুরি হয়েছে। তিনি জানান, সকাল ৬টা ২০ নাগাদ খবর পান তিনি। গিয়ে দেখেন, সাটারের অনেকটা খোলা। ক্যাশ বাক্স থেকে সব টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। তিনি বলেন, রাস্তায় ৪টি সিসি ক্যামেরা রয়েছে। পুলিশের গাড়ি টহল দেয় সারা রাত। তারপরেও পর পর দুটি দোকানে চুরি হল। ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লোকনাথ দাস বলেন, “যেখানে চুরি হয়েছে, সেটা একটা মোড়। পুলিশ টহল দেয়। তারপরেও চুরি হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা।” পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।