দুর্গাপুর: দুষ্কৃতী-তাণ্ডবের শিকার ‘আদি শক্তি’! চরম চাঞ্চল্য দুর্গাপুরের কোকওভেন থানার হ্যানিম্যান সরণী সংলগ্ন এলাকায়। কালীপুজোর আগে প্রতিমাকে সোনা-রুপোর গয়না পরানো হয়েছিল। পুজো মিটতেই যম দ্বিতীয়ার রাতে মন্দিরের দেওয়াল কেটে ভিতরে ঢুকে সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। এই দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মন্দিরের সেবাইতরা মন্দিরের দরজা খুলতেই দেখেন পাশের দেওয়াল কাটা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। পড়ে আছে একটি মোবাইলও। কার্যত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে মন্দিরে। এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন ভিড় জমান। খবর পেয়ে পৌঁছায় কোকওভেন থানার পুলিশও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মন্দিরের সেবাইত কল্পনা রায় বলেন, “মন্দিরের দরজায় তালা দেওয়াই ছিল। তাই বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। তালা খুলে ভিতরে ঢুকতেই দেখি, মায়ের সোনা রুপোর গয়না, প্রণামী বাক্সে জমা টাকা, সব উধাও। বাসনপত্রও গায়েব। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে অন্যান্য সামগ্রী। এমন ঘটনা এর আগে ঘটেনি। আমরা আতঙ্কিত। সঠিক তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছি।” কোকওভেন থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।