Durgapur news: সিঁদ কেটে দোকানে দুঃসাহসিক চুরি

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৭ জুন ২০২৩: জানলার নিচে সিঁদ কেটে ক্যাশ বাক্স থেকে টাকা হাপিস করে দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) শিবপুরের একটি পেট্রল পাম্পের পাশের স্টেশনারি দোকানে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা জানালার নিচের দেওয়াল কেটে দোকানের ভিতরে ঢুকে গ্যাস বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। সকালে দোকান মালিক দোকান খুলতে এসে দেখেন, ভিতরে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভিতরের ঘরের দরজার তালা ভাঙ্গা। জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। পুলিশ দ্রুত চুরির কিনারা করার আশ্বাস দিয়েছে।