দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৮ জানুয়ারি ২০২৪: রবিবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডাল থানার রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চুরি হয়েছে। সোমবার সকালে পঞ্চায়েত কার্যালয় খোলার সময় পঞ্চায়েতের কর্মীরা দেখতে পান কার্যালয়ের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে পঞ্চায়েতের তিনটি স্মার্টফোন চুরি করা হয়েছে। তছনছ হয়ে পড়ে আছে বহু নথি।
এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পঞ্চায়েতের সদস্যরা। গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দ্র ভানু দত্ত অভিযোগ করেন, ‘‘নিরাপত্তা রক্ষী না থাকায় সম্প্রতি অন্ডালের বেশ কয়েকটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এবার পঞ্চায়েত কার্যালয়েও দুষ্কৃতীরা ঢুকে পড়ল। পঞ্চায়েত কার্যালয়ের ভিতর ঢুকে নথি তছনছ করার চক্রান্ত করেছিল বিরোধীরা।’’
জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্রীদীপ চ্যাটার্জির অভিযোগ, ‘‘রাজ্যজুড়ে দুর্নীতির দায়ে জেলে যাচ্ছেন তৃণমূলের নেতারা। অন্ডাল পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতে সেই নথি সরানোর চক্রান্ত করেন তৃণমূলের নেতারা।’’ হঠাৎ করে পঞ্চায়েতের ভেতর থেকে দুষ্কৃতিরা মোবাইল চুরি করল কেন? এই তিনটি মোবাইলের মধ্যে কি কোনও গুরুত্বপূর্ণ নথি ছিল? সেসব প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।