দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার উর্বশী সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম, এক টুকরো রাজস্থান। ধূ ধূ প্রান্তরের মাঝে কী ভাবে কাটে সেখানকার জীবন, তা ফুটিয়ে তোলা হচ্ছে এবারের পুজোয়। রবিবার সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে উদ্যোক্তারা থিম সং প্রকাশ করলেন। উপস্থিত ছিলেন সভাপতি সন্দীপ দে, উদ্যোক্তা সুপ্রিয় গঙ্গোপাধ্যায় সহ অন্য়ান্যরা। সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, “প্রতিবছর অভিনব কিছু তুলে ধরা হয়। এবারও সেভাবেই এক টুকরো রাজস্থান ফুটিয়ে তোলা হবে। রাজস্থানের ঐতিহ্য, সংস্কৃতি সবই থাকবে মন্ডপে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।