September 29, 2023

Durgapur : সেপ্টেম্বরে ১ হাজার ইউনিট রক্ত সংগ্রহের জন্য শিবির হবে ২৯টি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর ২০২৩: সেপ্টেম্বরে ১ হাজার ইউনিট রক্ত সংগ্রহের জন্য পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রক্তদান শিবির হবে ২৯টি। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও তার সহযোগী ২৫টি সংগঠন সম্মিলিতভাবে এই উদ্যোগে সামিল হবে। সহযোগিতা করবে দুর্গাপুর মহকুমা ও আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার।

আজ বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে এই ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর নেতৃত্ব সুজন চক্রবর্তী এবং রাজেশ পালিত। ঠিক হয়, ডেঙ্গু রোগীদের জন্য প্লেটলেট সরবরাহ অব্যাহত রাখতে শিবিরের আয়োজন করা হবে। ১লা অক্টোবর বিশ্ব রক্তদাতা দিবস পর্যন্ত ধারাবাহিক ভাবে ডোনার্স মিট করা হবে।

আরও ঠিক হয়েছে, পারিবারিক রক্তদান শিবির, ভ্রাম্যমাণ বাসে পাড়ায় পাড়ায় ন্যানো(ছোট) রক্তদান শিবির করার জন্য উৎসাহিত করা হবে উদ্যোক্তাদের। বিভিন্ন দিবস উদযাপনে রক্তদান করার মধ্য দিয়ে রক্তদানের হার বৃদ্ধি করা হবে। ১বছর ধরে সারা দেশে সাইকেল যাত্রার মাধ্যমে রক্তদানের প্রচারে ব্যস্ত জয়দেব রাউত ৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় দুর্গাপুরে তাঁর যাত্রা সমাপ্ত করবেন সিটি সেন্টার অটো স্ট্যান্ডে। তাঁকে সংবর্ধনা দেওয়া হবে দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি হলে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: