October 3, 2023

প্রধানমন্ত্রীর পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ জুন ২০২৩: রাজ্যের শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তিন বছর নয় চার বছরের স্নাতক ডিগ্রি হবে। জাতীয় শিক্ষা নীতি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারপরই প্রশ্ন উঠেছিল পাশ কোর্স ও স্নাতকোত্তর ডিগ্রি কত বছরের হবে?

বৃহস্পতিবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, পাশ কোর্সের ক্ষেত্রে কোন নিয়ম বদল হচ্ছে না। আগের মতই তিন বছরের শেষ হবে পাঠক্রম। শুধু ডিগ্রী কোর্সের জন্য নতুন নিয়ম বলবৎ হয়েছে।

স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, নতুন নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর এক বছরের কোর্স হবে। তিনি মনে করেন এতে পড়াশোনা আরও সহজ হবে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে চার বছরের ডিগ্রি কোর্সের পাঠক্রম চূড়ান্ত করেছে ইউজিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!