মহিলা কামরায় মোবাইল চুরি করে পালাতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু দুষ্কৃতীর

দুর্গাপুর দর্পণ, কালনা, ২৫ জুন ২০২৩: মহিলা কামরায় মোবাইল চুরি করে পালাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া-কাটোয়া রুটে সমুদ্রগড়-কালীনগর স্টেশনের মাঝে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জালুইডাঙার কাছে। অভিযোগ, ছুরি নিয়ে মহিলা কামরায় মোবাইল ছিনতাই করে ওই দুষ্কৃতী। এই ঘটনায় রাতের ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার রাতে সমুদ্রগড় স্টেশন থেকে আপ হাওড়া-কাটোয়া লোকাল ছাড়তেই মুখ ঢাকা এক দুষ্কৃতী মহিলা কামরায় উঠে পড়ে। তার হাতে ছিল ছুরি। এক মহিলা যাত্রীর মোবাইল কেড়ে নেয়। বাধা দিতে গিয়ে অন্য এক মহিলা যাত্রী জখম হন। তাঁর মোবাইলটিও ওই দুষ্কৃতী কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপদ ডেকে আনে সে।
নবদ্বীপ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা যাত্রীরা। রেললাইনের ধার থেকে দুষ্কৃতীর দেহ এবং দু’টি মোবাইল ও ছুরি উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্টেশনে ট্রেন দাঁড়াতে বাইরে থেকে ওই দুষ্কৃতী নজর রাখে মহিলা কামরায়। পরিকল্পনা ছিল, দ্রুত এক মহিলা যাত্রীর মোবাইল নিয়ে নেমে পড়বে ট্রেন থেকে। কিন্তু দ্বিতীয় এক মহিলা যাত্রীর প্রতিরোধের চেষ্টা এবং তার মোবাাইলটিও কাড়তে গিয়ে সময়ের হেরফের হয়ে যায়। ততক্ষণে ট্রেনের গতি বেড়ে যাওয়ায় আর টাল সামলাতে পারেনি ওই দুষ্কৃতী।