অন্ডাল: কোটিপতি হতে লটারির দোকান থেকে সব টিকিট নিয়ে পালাল চোর!পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়া বাজারের ঘটনা। সোমবার দোকান খুলতেই মাথায় হাত লটারি ব্যবসায়ী শেখ করিমের। রোজকার মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। সোমবার সকালে দোকান খুলতেই দেখেন অ্যাসবেস্টস এর ছাদ কাটা। দোকানের ভিতরে কাঁচের বাক্সে রাখা সব লটারির টিকিট উধাও! ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকাও নিয়ে পালিয়েছে চোরেরা। পাশের একটি কাঠের গুদামেও ঢুকেছিল তারা। তবে সেখানে নগদ টাকা না থাকায় খালি হাতেই ফিরতে হয় তাদের। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাজার জুড়ে। শেখ করিম বলেন, “কয়েকদিন আগে পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এবার আমার দোকানে চুরি করল দুষ্কৃতীরা। সব চলে গেল আমার। চরম আতঙ্কের মধ্যে রয়েছি।” কাঠ ব্যবসায়ী বিশ্বনাথ কর দাবি করেন, “আমার অ্যাসবেস্টস এর ছাদও কেটেছিল দুষ্কৃতীরা। শুধু কাঠ রয়েছে দেখে পালিয়ে যায়। পুলিশের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছি আমরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।