
গত ১২ ফেব্রুয়ারি দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে দুলাল মিত্র স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৪: ‘‘অনাদিকাল থেকে বহির্বিশ্বের কাছে আমাদের দেশ শিক্ষার জন্য প্রশংসিত।’’ বলছিলেন ডঃ প্রদীপ কুমার রায়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং (আইএসই) এর ইমেরিটাস অধ্যাপক এবং উপদেষ্টা, বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট, আইআইটি, খড়গপুর। গত ১২ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে দুলাল মিত্র স্মারক বক্তৃতায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
Dr. B. C. Roy Engineering College Group এর প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এবারের বক্তৃতার বিষয় ছিল ‘Technology & Management Education in India under the Changing Scenario of Globalization’। ডঃ রায় বলেছিলেন যে, বিশ্বায়ন একটি অর্থনৈতিক ব্যবস্থা। এর অর্থ
একটি একক বাজারে পণ্য বিক্রি করা। শিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থার শিকড় নিহিত রয়েছে সেই দেশের সামাজিক, নৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির গভীরে। বিশ্বায়নের সুফল, কুফল উভয়ই আছে। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বায়নের নেতিবাচক দিক থেকে রক্ষা করতে হবে কারণ বিশুদ্ধতাই হল শিক্ষার শক্তি।
দেশের নতুন শিক্ষানীতি ২০২০-এর কথা উল্লেখ করে তিনি বলেন, আগের শিক্ষানীতিতে একসঙ্গে বহু বিভাগীয় পঠনপাঠনের (multidisciplinary education) ব্যবস্থা ছিল না। অথচ আজকের দিনে অটোমেশনের জন্য যা একান্ত প্রয়োজনীয়। নতুন শিক্ষানীতিতে তা সম্ভব হচ্ছে।
এর আগে প্রয়াত দুলাল মিত্রের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ডঃ সৈকত মৈত্র, উপদেষ্টা, ডাঃ সত্যজিৎ বোস, সভাপতি, তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, মিতা মিত্র, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জার্নেল সিং, কোষাধ্যক্ষ, ডঃ সঞ্জয় এস পাওয়ার, অধ্যক্ষ, বিসিআরইসি, ডঃ রাজীব রায়, অধ্যক্ষ, বিসিআরএপিসি এবং ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত ফ্যাকাল্টি ও কর্মীরা।
অন্যদিকে, বিধাননগর ক্যাম্পাসে প্রয়াত দুলাল মিত্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডঃ চন্দন কুমার ঘোষ, অধ্যক্ষ, ডঃ বি. সি. রায় পলিটেকনিক এবং ডঃ সমীর কুমার সামন্ত, ডঃ বি.সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস। বিকেলে দুলাল মিত্র অডিটোরিয়ামের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত গায়িকা শুভমিতা।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।