দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ১০ মার্চ ২০২৪: রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় রয়েছেন অভিনেতা, ক্রিকেটার থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের মানুষজন। যা নিয়ে বেনজির কটাক্ষ করলেন এক বাম নেত্রী। সিপিএমের রাজ্য কমিটির আহ্বানে রবিবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের মানকর স্টেশন ফুটবল ময়দানে জনসভায় বক্তব্য রাখতে এসেছিলেন তিনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উপস্থিত ছিলেন সিপিএম নেতা আভাস রায় চৌধুরী, পঙ্কজ রায় সরকার, গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। সেই সভায় এসেছিলেন এসএফআইয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দিপ্সিতা ধর। তিনি বলেন, “বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন ইউসুফ পাঠান। যিনি ক্রিকেট খেলেন। রাজনীতির সাথে কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন রাজনীতি শুরু করেছেন যে রাজনীতি করতে রাজনীতি জানতে হবে না। কেউ ক্রিকেট খেলে, কেউ দিদি নাম্বার ওয়ান, কেউ দাদা নাম্বার ওয়ান, কেউ চুরি নম্বর ওয়ান, কেউ ধর্ষক নাম্বার ওয়ান যদি করেন, তাহলেই আপনি তৃণমূলের প্রার্থী হতে পারবেন।’’
তিনি কটাক্ষের সুরে আরও বলেন, ‘‘প্রার্থীরা য়ে প্রতীক নিয়ে লড়ছেন সেই প্রতীককে যেন নির্বাচনের পর ভুলে না যান। কারণ, লড়াই না করেই সেলিব্রেটিরা টিকিট পেয়ে যাচ্ছেন। আর যাঁরা লড়াই করছেন, তাঁদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে।’’ তবে বামেদের প্রার্থী হতে গেলে মানুষের জন্য লড়াই করতে হয়। পুলিশের মার খেতে হয়। কারণ, মানুষের কথা বলতে গেলে শাসক তো আক্রমণ করবেই। এমনই মন্তব্য করেন দিপ্সিতা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।