ইনি বছরে ১ কোটি টাকা মাইনে পান!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ আগস্ট ২০২৩: এলাহাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি’র (Indian Institute of Information Technology (IIIT)) বি টেকের ছাত্রী পলক মিত্তল (Palak Mittal)। তিনি চাকরি করেন অ্যামাজনে (Amazon)! ‘প্রয়াগরাজ সোশ্যাল’ নামে এক ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে, ২০২২ সালের আগস্টে সফটওয়ার ডেভেলপার হিসাবে বার্লিনে অ্যামাজন ওয়েব সার্ভিসের (Amazon Web Services (AWS)) অফিসে যোগ দেন তিনি। তাঁর বেতন বছরে ১ কোটি টাকারও বেশি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।