September 28, 2023

নদিয়ায় তৃণমূল ছেড়ে সিপিএমে হাজার পরিবার

দুর্গাপুর দর্পণ, কৃষ্ণনগর, ১৩ জুন ২০২৩: নদিয়া জেলার (Nadia) কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ভালুকা পঞ্চায়েতের অন্তর্গত আনন্দবাস এলাকায় প্রায় এক হাজার পরিবার সোমবার রাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেছে বলে সিপিএমের দাবি।আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বামফ্রন্ট মনোনীত প্রার্থী প্রবীর মিত্র সহ অন্যান্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন যাঁরা দলত্যাগ করলেন, এক সময় ভালুকা পঞ্চায়েতে তৃণমূলের প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁদের। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে এদিন তাঁরা সিপিএমে যোগ দেন। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস দাবি করেন, এই মানুষগুলোর জন্যই তৃণমূল ওই পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিল। এবার ওই পঞ্চায়েত হারাতে হবে তৃণমূলকে। তৃণমূল এই দাবি উড়িয়ে দিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: