দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ জানুয়ারি ২০২৪: গত ২২ ও ২৫ জানুয়ারি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল। ২৪ জানুয়ারি বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় স্কুল থেকে ৫২ জন পড়ুয়া যোগ দেওয়ায় বার্ষিক ক্রীড়া উৎসব একদিন পিছিয়ে ২৫ তারিখ শেষ হয় বলে জানান প্রধান শিক্ষক জইনুল হক।
মোট ৩৪ টি ইভেন্টে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির এক হাজারের বেশি পড়ুয়া যোগ দেয়। ইভেন্টগুলির মধ্যে ছিল ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, বস্তা দৌড়, অঙ্ক দৌড়, শট পুট ছোড়া, সূঁচ সুতো দৌড়, মার্বেল চামচ দৌড়, ডিসকাস থ্রো প্রভৃতি। এছাড়াও ছিল মিউজিক্যাল চেয়ার এবং টিচার ইভেন্টে ছিল চোখ বন্ধ করে মাটির হাঁড়ি ভাঙা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।