দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জানুয়ারি ২০২৪: রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে তিনটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুক্ত চিন্তার অগ্রদূত কবি, নাট্যকার এবং সাহিত্যের নবজাগরণের পৃষ্ঠপোষক মাইকেল মধুসূদন দত্তে’র ২০০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এবং পিঠে পুলি উৎসব উপলক্ষে শিবিরগুলি হয়।
অনুপ্রেরণা রক্তদান টিম ইস্পাত শাখার উদ্যোগে পশ্চিম বর্ধমান ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় ডিএসপি টাউনশিপের বিজোন এলাকায় তিলক ইউনাইটেড ক্লাবে আয়োজিত শিবিরে ৩জন মহিলা সহ মোট ২৪ জন রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য আহ্বায়ক কবি ঘোষ। উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ সুজিত সরকার, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অরবিন্দ মাজি, পার্থ প্রতিম রায়, শুভ্র মুখোপাধ্যায়, সমাজসেবী শিল্পী মুখার্জি, ক্রীড়া সংগঠক প্রদীপ দুবে প্রমুখ।
কাঁকসার টুমরো কালচারাল এন্ড সোসাল ট্রাস্টের উদ্যোগে আড়া শিবতলা দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত শিবিরে ১জন মহিলা সহ মোট ১৬ জন রক্তদান করেন। দুর্গাপুর প্রেরণার স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেন।
মিশন হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা: পৃথ্বভী রাজ, সমাজসেবী রাজু চ্যাটার্জি, রক্তদান আন্দোলনের নেতৃত্ব মধুসূদন ঘটক ও মৃত্যুঞ্জয় সামন্ত, ক্লাব সংগঠক গৌরব চ্যাটার্জি, মহাদেব সিংহ প্রমুখ।
পিঠে পুলি উৎসবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিধাননগরে। সাংস্কৃতিক সংগঠন দুর্গাপুর কথা ও কাহিনী এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় ক্লাব স্যান্টোস ময়দানে আয়োজিত পিঠেপুলি উৎসব প্রাঙ্গণে আয়োজিত শিবিরে ৪জন মহিলা সহ মোট ৯জন রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখার্জি, রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত, সংগঠক হৃদয় ও জয়িতা সাঁই, সমাজকর্মী সন্তোষ পাল ও পৃথ্বী শান্তি মজুমদার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।