
দুর্গাপুর দর্পণ, মালদা: বৃহস্পতিবার ভোরে মালদার (Malda) গাজলে দেওতলা এলাকায় হিয়াখোর গ্রামে ৫১২ নম্বর জাতীয় সড়কে গাড়ি ধাক্কা মারে একটি টোটোকে। টোটো চালক সহ ঘটনাস্থলেই তিন জন মারা যান। একজন গুরুতর আহত হন। ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। জানা গেছে, দেওতলা এলাকার কয়েকজন গাজোলে যাচ্ছিলেন। কেউ যাচ্ছিলেন মাছ বিক্রি করতে কেউ বা যাচ্ছিলেন আড়ত থেকে সবজি কিনতে। গাজোল যাওয়ার পথে গঙ্গারামপুরগামী একটি গাড়ি টোটোয় ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ ছুটে যায়। দেহগুলি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জখম ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
