রনডিহায় দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ বন্ধু

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদের রনডিহায় দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ বন্ধু। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তলিয়ে যাওয়া তিন যুবকের নাম সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারী ও অভিজিৎ গায়েন। তিনজনেরই বয়স ১৬ থেকে ১৮ এর মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে পানাগড়ের ২ নম্বর কলোনি এলাকার ৮ বন্ধু রনডিহায় দামোদরের ধারে ঘুরতে যায়। স্নানে নামে ৭ জন। তাদের মধ্যে ৩ জন তলিয়ে যেতে থাকে। তাদের উদ্ধারের চেষ্টা করে বাকিরা। কিন্তু লাভ হয়নি। উল্টে বাকিরাও তলিয়ে যেতে থাকে। এই ছবি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। ৪ জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও ৩ জন তলিয়ে যায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুদবুদ থানার পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, “৩ জন তলিয়ে গিয়েছে। তাদের খোঁজ চালানো হচ্ছে। জলের প্রবাহ কমানোর জন্য রনডিহা ড্যামের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

