দক্ষিণ কোরিয়ার BTS ব্যান্ডের সঙ্গে দেখা করতে যাওয়া মুর্শিদাবাদের তিন ছাত্রী উদ্ধার

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ সেপ্টেম্বর ২০২৩: দক্ষিণ কোরিয়ার BTS ব্যান্ডের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা BTS ব্যান্ড নিয়ে যে কতটা ‘পাগল’, তার প্রমাণ মিলল মুর্শিদাবাদে (Murshidabad)। BTS তারকাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে পালিয়ে গেল মুর্শিদাবাদের ৩ ছাত্রী!
মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার ওই তিন ছাত্রীর মধ্যে দুই জন নবম শ্রেণির এবং একজন সপ্তম শ্রেণির ছাত্রী। ৫ সেপ্টেম্বর তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ট্রেন ধরে তারা শিয়লদহ স্টেশনে যায়। একটি হোটেলে রাত কাটায়। এরপর তারা যায় হাওড়ার শালিমার স্টেশনে। ততক্ষণে পরিবারের তরফে থানায় নিখোঁজের বিষয়টি জানানো হয়।
পুলিশ তদন্তে নামে। শেষ পর্যন্ত শালিমার স্টেশনের ওয়েটিং রুম থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশকে তারা জানায়, ইন্টারনেটের মাধ্যমে BTS ব্যান্ডের সঙ্গে তাদের যোগাযোগ হয়। দক্ষিণ কোরিয়ায় গেলে ব্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যাবে ভেবে মুম্বই যাচ্ছিল তারা। আসল সত্যি কী তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।