You are currently viewing নির্মিয়মান সেপটিক ট্যাঙ্কের পাটা খুলতে নিচে নেমে ৩ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ২

নির্মিয়মান সেপটিক ট্যাঙ্কের পাটা খুলতে নিচে নেমে ৩ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ২

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১২ সেপ্টেম্বর ২০২৩: সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়ের পাটা খুলতে নেমে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মাধবডিহি থানার বড়বৈনানের কয়ালপাড়া এলাকায়। দু’জন আরও গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জয়দেব মাল, অশোক সাঁতরা ও সুন্দরম মালিক। সুন্দরম ওই বাড়িরই ছোট ছেলে। তিনিও মিস্ত্রীদের সঙ্গে নিচে নেমেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সেপটিক ট্যাঙ্কের পাটা খোলার জন্য প্রথমে দুজন শ্রমিক নিচে নামেন। কিন্তু তাঁদের কোনও সাড়া শব্দ না পেয়ে আরও তিনজন একে একে ট্যাঙ্কের নিচে নামেন। ট্যাঙ্কের জমা জলে তৈরি হওয়া গ্যাস থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply