Durgapur News: সন্ত্রাসের শিকার তৃণমূল প্রার্থী সহ তিনজন ভর্তি হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) সন্ত্রাসের শিকার হয়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা ব্লকের বনকাটি এলাকার এক তৃণমূল প্রার্থী ও দুই তৃণমূল নেতা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন তৃণমূল প্রার্থী সঞ্জয় অধিকারী এবং দলের নেতা রামচন্দ্র মন্ডল ও বুদ্ধদেব রায়।
অভিযোগ, মাথায় বাঁশ দিয়ে মারা হয় সঞ্জয়কে। এছাড়া রামচন্দ্রকে কোপানো হয়েছে এবং বুদ্ধদেবকে রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বুথ পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে। বিজেপি ও সিপিএম কর্মীরা এই হামলার পিছনে রয়েছে বলে দাবি তৃণমূল প্রার্থীর। যদিও দুই দলই জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।