দুর্গাপুর দর্পণ, কাঁকসা: মৃত্যুর এক বছর আগেই জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলা হয়েছে। পঞ্চায়েতের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার স্বামী সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তিন অভিযুক্তের একজনকে মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্পে চশমা পরিয়ে দিচ্ছেন, এমন ছবি ভাইরাল (ছবির সত্যতা যাচাই করেনি দুর্গাপুর দর্পণ) হয়েছে। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, গত ২৫ জুন কাঁকসার পানাগড় ২ নম্বর কলোনির বাসিন্দা প্রতিমা সমাদ্দারের মৃত্যু হয়। কিন্তু তাঁর এক বছর আগেই জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার স্বামী চঞ্চল সমাদ্দার, বাসুদেব চ্যাটার্জী ও শঙ্কর ভৌমিক নামে তিন জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অভিযুক্ত বাসুদেব চ্যাটার্জীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পে চশমা পরিয়ে দেন বর্ধমানে এক অনুষ্ঠানে। জানা গিয়েছে, ২৫ জুন প্রতিমাদেবীর মৃত্যুর পরে কাঁকসা বিডিও অফিসে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করার জন্য লিখিত নথি জমা দেন তাঁর স্বামী চঞ্চল সমাদ্দার। ১৪ আগস্ট কাঁকসা বিডিও অফিস থেকে গোপালপুর পঞ্চায়েতে নথি পরীক্ষার জন্য যাবতীয় তথ্য পাঠানো হয়। পঞ্চায়েত প্রধান নথি পরীক্ষা করে দেখেন, সবটাই জাল। ডেকে পাঠানো হয় চঞ্চলকে। চঞ্চল তখন বাসুদেব ও শঙ্করের নাম বলেন। জাল সার্টিফিকেটে বানিয়ে দেওয়ার জন্য টাকার রফার কথাও স্বীকার করেন তিনি। এরপরেই পঞ্চায়েত প্রধান কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
বাসুদেব জানান, শঙ্করের কথায় তিনি সব করেছেন। এখন প্রশ্ন উঠেছে, চক্র কতটা সক্রিয় যে মৃত্যুর ১ বছর আগেই জীবিত মানুষের জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেলছে? এই জাল সার্টিফিকেট ব্যবহার করে এই অপরাধ চক্র কোনও সরকারি প্রকল্পের সুবিধে নিয়েছে কী না তা খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ। বাসুদেবের মাথায় কী কোনও প্রভাবশালীর হাত রয়েছে? তা না হলে না মুখ্যমন্ত্রীর মঞ্চে তিনি উঠলেন কী ভাবে? এমন সব বিতর্কিত প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও শাসক দল বলছে, অনিয়ম হয়ে থাকলে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।