দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে গড়ে তোলা হচ্ছে তিলোত্তমা স্মৃতি উদ্যান। আমরাইয়ে দুর্গাপুর গ্রিন ভলান্টিয়ার্স গ্রুপের পক্ষ থেকে এই স্মৃতি উদ্যান তৈরি করা হচ্ছে। রবিবার ৫০টি ফুল ও ফলের গাছের চারা রোপণ করা হয়। তিলোত্তমার পাশাপাশি এই স্মৃতি উদ্যানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বৃক্ষনাথ কমল চক্রবর্তীকে, জানিয়েছেন উদ্যোক্তারা।
দুই জনের স্মৃতিতে দুটি গন্ধরাজ গাছের চারা রোপণ করা হয়। প্রতীকি সেই গাছ দুটিকে রজনীগন্ধার মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয় দুই জনকে। আমরাইয়ের নীলডাঙায় জলাশয়ের ধারে তৈরি করা হল উদ্যানটি। দুর্গাপুর গ্রিন ভলান্টিয়ার্স গ্রুপের সম্পাদক কাজী নিজামউদ্দীন জানান, সারা দেশ তিলোত্তমার জন্য শোকগ্রস্ত। সবাই বিচার চাইছেন। তাঁরাও বিচার চাইছেন। তবে কোনও সভা সমিতি বা মিছিল না করে বৃক্ষরোপণের মাধ্যমে তাঁদের সেই ইচ্ছের প্রকাশ ঘটালেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তিলোত্তমার সঙ্গে স্মরণ করা হয় বৃক্ষনাথ কমল চক্রবর্তীকে যিনি পাহাড় সহ সব জায়গায় বৃক্ষরোপণ করেছেন এবং গাছের লালন পালন করেছেন। তাই উদ্যানের নামের সঙ্গে তিলোত্তমা এবং বৃক্ষনাথ কমল চক্রবর্তীর নাম যুক্ত করা হয়েছে। সংস্থার সদস্য শ্রীমন্তী সিনহা বলেন, “আজ প্রতিবাদের আগুন জ্বলছে প্রতিটি প্রান্তে। কিন্তু আমরা বহু বছর পরেও তিলোত্তমাকে যেন কেউ না ভুলে যান সেই প্রচেষ্টা করছি। যাঁরাই বাগানের পাশ হয়ে বেরিয়ে যাবেন ফুলের সুগন্ধ পাবেন এবং তিলোত্তমার কথা তাঁদের মনে পড়বে। বৃক্ষনাথ কমল চক্রবর্তীও পরিবেশকে সবুজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতেন। তিনিও সত্য প্রয়াত হয়েছেন। দুই জনের নামাঙ্কিত এই বাগানে ফলের গাছে যে ফল ধরলে তা খেয়ে বাঁচবে পাখিরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।