দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ নভেম্বর ২০২২: খুসকি হল এক ধরনের স্ক্যাল্প ইনফেকশন। ত্বকে, উপরের পাতলা চামড়া শুষ্ক ও সাদা হয়ে মাথায় আটকে থাকে। ফলে মাথা চুলকোয়। এর থেকে দ্রুত মুক্তি না পেলে ত্বকেও এর প্রভাব পড়তে পারে।
কেন হয়?
ভিটামিন ‘এ’ এবং ‘ডি’-র অভাবেও খুসকি হয়। অতিরিক্ত মানসিক চিন্তায়, অবসাদে এবং বয়ঃসন্ধিকালে খুসকি বেশি হয়।
খুসকি দূর করার উপায় –
দরকার হলে নিয়মিত শ্যাম্পু করুন। শ্যাম্পুর সময় হেয়ার ব্রাস ডেটল জলে ধুয়ে নিন। শর্করা জাতীয় এবং চর্বি জাতীয় খাবার কম খাবেন। মৌরি সারারাত ভিজিয়ে রেখে বেটে লাগালে খুসকি সারে।