দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জুলাই ২০২৪: রবিবার একুশে জুলাইয়ের সমর্থনে তৃণমূলের বাইক মিছিল হল শহরে।এদিন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বাইক মিছিল করে তৃণমূল। দুর্গাপুরের ১, ২ ও ৩ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একুশে জুলাই শহিদ দিবসের সমর্থনে বাইক মিছিল হয়। ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড়, ট্রাঙ্ক রোড, ৫৪ ফুট, রাঁচি কলোনি হয়ে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে শেষ হয় মিছিল।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক মিছিলে যোগ দেয়। বাইক মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সভাপতি পার্থ দেওয়াশী। কেন্দ্র সরাকের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ওঠে মিছিল থেকে। একই সঙ্গে একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার ডাক দেওয়া হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।