দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ এপ্রিল ২০২৪: লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিলীপ ঘোষের সমর্থনে তিলক রোডের একটি বাড়ির দেওয়ালে দেওয়াল লিখেছিলেন তাঁরা।
তাঁর অভিযোগ, রবিবার দুপুরে সেই দেওয়াল মুছে দেয় দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকি এবং হামলা চালানো হয় বলেও অভিযোগ। পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের অভিযোগ, বিজেপি প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখেছিলেন তাঁরা। সেই দেওয়াল মুছে বিজেপির কর্মীরা দেওয়ার লিখে দেন। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #tmc #bjp