বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কী এমন করলেন যে তৃণমূলের ব্লক সভাপতি তাঁর প্রশংসায় পঞ্চমুখ!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ জুলাই ২০২৩: বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) কী এমন করলেন যে তৃণমূলের ব্লক সভাপতি তাঁর প্রশংসায় পঞ্চমুখ! এ কী করে সম্ভব? অথচ সেটাই সোমবার ঘটল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া গ্রামে। এই সেই গ্রামে, যেখানে শুক্রবার দলীয় পতাকা লাগানোর সময় বিজেপির পঞ্চায়েত প্রার্থী সন্তোষ ভুঁইকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জির বিরুদ্ধে।
সেই সুজিতবাবুই এদিন জিতেন্দ্র তিওয়ারির প্রশংসা করলেন। জানা গিয়েছে, এদিন কাঁটাবেরিয়া গ্রামে প্রচারে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি দেখেন, রাস্তায় লুটোচ্ছে তৃণমূলের একটি দলীয় পতাকা। সঙ্গে সঙ্গে তিনি সেটি তুলে ঠিক করে দেন। তিনি বলেন, ‘‘সব রাজনৈতিক দলের ঝান্ডারই সম্মান আছে, মর্যাদা আছে। তৃণমূল আমাদের পতাকা তুলে ফেলে দিচ্ছে। কিন্তু আমরা ওদের পতাকা তুলে ধরছি। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।’’
জিতেন্দ্র তিওয়ারির এই পদক্ষেপের প্রশংসা করেছেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিতবাবু। তিনি বলেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারি রাজনৈতিক সৌজন্যের যে পদক্ষেপ নিয়েছেন সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই। যে দলই কেউ করুন, তিনি দলীয় পতাকাকে সম্মান জানালে তাঁকে আমরা দলের পক্ষ থেকে কুর্নিশ জানাই।’’