তৃণমূলের বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোট (Panchayat Election) মিটলেও হিংসা অশান্তির বিরাম নেই। এবার তৃণমূলের বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল। তাঁর নাম নান্টু গাজি (৪২)। তিনি ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর গাজিপাড়ার তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুন।
নান্টু শুক্রবার রাত নটার সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তেঁতুলতলা এলাকায় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সাহিনা গাজী নামে এক মহিলাকেও দুষ্কৃতীরা কোপ মারে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাত দুটো নাগাদ তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।