
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। তাঁকে শূন্য রানে আউট করার হুমকি দিলেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। সোমবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি আয়োজিত বসন্ত উৎসবে যোগ দিয়ে কীর্তি আজাদ বলেন, “উনি একবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু আমি তিনবারের সাংসদ। শুন্য রানে আউট করে বাড়ি পাঠাব।”
উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জি, বিশ্বনাথ পাড়িয়াল সহ জেলা তৃণমূলের নেতৃত্ব। রং খেলার পাশাপাশি নাচেও সামিল হন কীর্তি আজাদ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।