দুর্গাপুর দর্পণ, ৪ মে ২০২৪: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতির শালবাগান, সুভাষপল্লী, ভিরিঙ্গি গ্রাম সহ নানা জায়গায় হুডখোলা গাড়িতে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে প্রচার করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সঙ্গী ছিল বিশাল বাইক বাহিনী।
সেই বাইক বাহিনী নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। দলের নেতারা জানিয়েছেন, এদিন দেখা গিয়েছে ঊর্ধ্বশ্বাসে বিকট শব্দ করে এগোচ্ছে একের পর এক বাইক। কেউ কেউ আবার হাতে লাঠি নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। মাথায় হেলমেট নেই অধিকাংশের। বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এসে দাপিয়ে বেড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখার্জি বলেন, “বিজেপির তান্ডব লীলায় অতিষ্ঠ সাধারণ মানুষ। কয়েকদিন আগেও ডিজে বাজিয়ে বেনাচিতি বাজার স্তব্ধ করে দিয়েছিল ওরা। আজ আবার একই চিত্র দেখল বেশ কিছু এলাকার মানুষ। কে সভ্য আর কে অসভ্য, তা মানুষই বলে দেবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।