দুর্গাপুর, ১ মে ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর মাতৃবিয়োগ হয়েছে সম্প্রতি। দুর্গাপুরের সেপকো টাউনশিপের তাঁর বাড়িতে মঙ্গলবার সমবেদনা জানাতে যান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের বাকযুদ্ধের আবহেও সৌজন্যের রাজনীতি অটুট রয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে।
মঙ্গলবার দেবেশ চক্রবর্তীর মা রাধারানী চক্রবর্তী প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খবর পেয়েই যান নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার সাত সকালে সপার্ষদ পৌঁছে যান দিলীপ ঘোষ। কিছুক্ষণ দেবেশবাবু এবং তাঁর পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। চা খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দিলীপ ঘোষ সৌজন্যটাকে ধরে রেখেছে। দেবেশ চক্রবর্তী একজন রাজনৈতিক ব্যক্তি হতে পারেন কিন্তু এলাকার একজন সমাজসেবী। ওঁর মাতৃবিয়োগ হয়েছে, খবর পেয়ে এসেছি। খড়্গপুরের তৃণমূলের চেয়ারম্যানের মাতৃবিয়োগের সময়ও ওঁদের বাড়ি আমি গিয়েছিলাম। এটা হওয়া উচিত। সমাজে আছি। সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ!”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দেবেশ চক্রবর্তী জানান, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যেমন তাঁর বাড়িতে এসেছিলেন ঠিক তেমনই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও তাঁর বাড়িতে এসেছিলেন। তিনিও তাঁদের পরিবারের খোঁজখবর নেন। মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।