বিজেপির জয়ী প্রার্থীদের বাড়ি ঘেরাও করার নিদান দিলেন তৃণমূল জেলা সভাপতি, তুঙ্গে বিতর্ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জুলাই ২০২৩: বিজেপির জয়ী প্রার্থীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন তৃণমূলের (TMC) পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও নরেন্দ্রনাথ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, তিনি কোনও প্ররোচনা দেননি। তিনি বলেছেন আলোচনা করতে!
বুধবার বিকালে দুর্গাপুরে বেনাচিতিতে ভিড়িঙ্গী মোড় থেকে বেনাচিতির পাঁচমাথা মোড় পর্যন্ত ২১ জুলাই উপলক্ষে বিশাল পদযাত্রার আয়োজন করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।
এদিন নরেন্দ্রনাথ বলেন, ‘‘ভোটের আগে যারা আস্ফালন করেছিল, জিতলে বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার সব ডবল করে দেব, আমার ব্যক্তিগত অনুরোধ, বিজেপির সেই সব জয়ী প্রার্থীর বাড়ি ঘেরাও করুন। কবে ভাতা ডবল হবে জিজ্ঞেস করুন। ভোটের আগে মানুষকে কথা দেবে, আর ভোট পেরোলে মানুষকে ধোঁকা দেবে এটা চলবে না।’’
বিজেপির রাজ্য সম্পাদক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘সব সময় হিংসামূলক প্ররোচনা দিয়ে চলেছেন তৃণমূলের নেতারা। কারণ, পায়ের তলায় মাটি নেই। সন্ত্রাস করে টিকে থাকতে হচ্ছে। এর জবাব মানুষ সুযোগ পেলেই দেবে। বেশিদিন ওরা আর এসব করতে পারবে না।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।