গৌতমের পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাক। দুটি পা কার্যত পিষে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সঞ্জয়ও অল্পবিস্তর আহত হয়।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ জানুয়ারি ২০২৪: রবিবার সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর। জেলা তৃণমূল সভাপতি পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২ জন ডিওয়াইএফআই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন। চিকিৎসার জন্য হাসপাতালে জমা দিলেন ৫০ হাজার টাকা।
দুর্গাপুরের মুচিপাড়ার দুই ডিওয়াইএফআই কর্মী গৌতম রুইদাস ও সঞ্জয় রুইদাস বাইক নিয়ে রানিগঞ্জ থেকে ফিরছিলেন ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে। মঙ্গলপুর ফ্লাইওভারে একটি ১২ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে ধাক্কা মারে। গৌতমের পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাক। দুটি পা কার্যত পিষে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সঞ্জয়ও অল্পবিস্তর আহত হয়।
সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মেয়ে। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন বাবাকে। বিধায়ক তখন আসানসোলের নিঘা এলাকায় দলের রক্তদান কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশের অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা জমা করেন। এরপর দীর্ঘক্ষণ হাসপাতালে থেকে চিকিৎসার তদারকিও করেন।
তিনি বলেন, মেয়ের কাছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পুলিশ খুব তৎপরতার সঙ্গে সাহায্য করেছে। গৌতমের অবস্থা আশঙ্কাজনক। সঞ্জয়ের অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, কে কোন দল করেন তা দেখে আমরা রাজনীতি করি না। মানুষের বিপদে আমরা সব সময়ই থাকি। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
সিপিএমের জেলা আইনজীবী শাখার সদস্য আয়ুব আনসারী বলেন, “মানুষ হিসাবে উনি তাঁর কর্তব্য পালন করেছেন। উনি দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করেছেন। চিকিৎসার প্রাথমিক টাকাও জমা করেছেন হাসপাতালে। পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।